অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ পাড়ানোর অভিযোগে মসজিদের ইমাম আটক

অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ পাড়ানোর অভিযোগে মসজিদের ইমাম আটক

চাঁপাইনবাবগঞ্জে সরকারি আদেশ অমান্য করে অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ পড়ানোর অভিযোগে ফয়েজুর জোহা ফয়েজ নামে এক ইমামকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

আটককৃত ফয়েজুর জোহা ফয়েজ হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম।

শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে গতকাল শুক্রবার প্রায় ১’শ জন মুসল্লি নিয়ে জুম্মার নামাজ আদায় করেন ইমাম ফয়েজুয় যোহা ফয়েজ।

সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী, মসজিদে জুম্মার নামাজে ১০ জন ও বিভিন্ন ওয়াক্তে ৫ জন উপস্থিত থাকার কথা। কিন্তু শুক্রবার জুম্মার নামাজে সরকারি আদেশ অমান্য করে চার কাতার মুসল্লি নিয়ে নামাজ আদায় করায় ইমামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।