করোনার পরবর্তী উপকেন্দ্র হতে পারে আফ্রিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার পরবর্তী উপকেন্দ্র হতে পারে আফ্রিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইতালি, স্পেন, আমেরিকার পর নভেল করোনা ভাইরাসের পরবর্তী উপকেন্দ্র আফ্রিকা হতে পারে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের শঙ্কা, আফ্রিকার দেশগুলোতে এই মহামারী কমপক্ষে ৩ লাখ মানুষের প্রাণ নেবে। এর পাশাপাশি ৩০ মিলিয়ন মানুষকে দরিদ্রতার মুখে ফেলবে!

আফ্রিকায় গত সপ্তাহ থেকে ভাইরাসটির প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করেছে। অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৯ হাজার। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম হলেও সামনের কয়েক মাসে বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘের আফ্রিকা অঞ্চলের অর্থনৈতিক কমিশন।

ডব্লিউএইচও বিবৃতিতে জানিয়েছে, আফ্রিকার মোট জনগোষ্ঠীর এক তৃতীয়াংশেরও বেশি সুপেয় পানি থেকে বঞ্চিত; শহরে প্রায় ৬০ শতাংশই বিভিন্ন বস্তিতে গাদাগাদি করে থাকে। এসব কারণে করোনাভাইরাস এই অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করতে পারে।