বগুড়ায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়িতে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতে মোহাম্মাদ আলী নামে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন।

মোহাম্মাদ আলী বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ওই এলাকার মসজিদ সংলগ্ন একটি ঘরে একাই থাকতেন।

মৃত্যুর পর রাতেই পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা তার বাড়িতে যান। সেখানে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বগুড়ার করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ রাতেই মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় সংক্রামক রোগের বিধি অনুযায়ী তার মরদেহ দাফন করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বগুড়ায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এমজে/