করোনার মাঝে বন্যার পূর্বাভাস!

মঙ্গলবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে

মঙ্গলবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে

করোনাভাইরাসে কাবু গোটা দেশ। দরিদ্র মানুষগুলোর অনাহারে কাটছে দিন। এরই মাঝে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। দেশের কয়েকটি জেলায় ভারি বর্ষণ চলছে।

সংস্থাটি জানায়, এরফলে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে দেখা দিতে পারে বন্যা।