নীলফামারীতে খাবারের দাবিতে সড়ক অবরোধ

নীলফামারীতে খাবারের দাবিতে সড়ক অবরোধ

নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ও চড়াইখোলা ইউনিয়নের নিম্ন আয়ের শ্রমজীবী ঘরবন্দী হাজারো মানুষ খাবারের দাবিতে সড়ক অবরোধ করেছে।

সোমবার দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের টেক্সটাইল এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় সড়কের দুই পাশে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহনসহ র‌্যাবের একটি গাড়ি আটকা পরে।

অবরোধকারী নুরজাহান বেগম, মিলন মিয়া ও মোর্শেদা বেগম জানান, স্থানীয় প্রতিনিধিরা ত্রাণ দেবে- বলে আসলেও এখনো কোনো ত্রাণ পাননি তারা। এদিকে লকডাউনে ঘরে থাকায় সন্তানদের নিয়ে অভুক্ত রয়েছেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, ‘কাজে বের হতে না পারায় আজ আমরা দিশেহারা। আমরা দাবি করছি তাড়াতাড়ি আমাদের খাবার দেওয়া হোক।’

প্রায় দুই ঘণ্টা পর নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) বেলায়েত হোসেন সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ মানুষকে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।