ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনা আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনা আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন কারারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি এখন জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কারাসূত্র জানিয়েছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ কয়েদির সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কয়েকদিন ধরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে করোনা টেস্ট করালে আজ পজিটিভ রেজাল্ট আসে। এখন হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারর জেলার মাহবুব হাসান বলেন, ইয়াছিন কারাগারে ডিউটি করেন না। তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতণ কারাগারের একটি মেসে থাকতেন। সেখান থেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বন্দিদের পাহারার দায়িত্ব পালন করতেন।

সর্বশেষ তিনি ঢাকা মেডিকেলে দায়িত্বরত ছিলেন। গত রবিবার ইয়াছিন জ্বর ঠান্ডা ও কাশি অনুভব করেণ। পরে তার করোনা টেস্ট করালে পজিটিভ রেজাল্ট আসে। এখন জিনজিরার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তাকে সুচিকিৎসা দেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এর বাইরে তিনি যে মেসে থাকতন ওই মেসের তিনজন রুমমেটকে কোয়ারেন্টিনে পাঠানা হয়েছে। তবে ইয়াছিন কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।