চট্টগ্রাম ইউএসটিসি'র ৩৪ স্বাস্থ্যকর্মীকে ছাটাইয়ের প্রতিবাদে ধর্মঘট

চট্টগ্রাম ইউএসটিসি'র ৩৪ স্বাস্থ্যকর্মীকে ছাটাইয়ের প্রতিবাদে ধর্মঘট

চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি)’র ১৯ নার্সসহ ৩৪ স্বাস্থ্য কর্মীকে ছাটাই করার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা।

রবিবার সকাল ১০টার দিকে হাসপাতালের সামনে অবস্থান নেয় ছাটাইকৃত আন্দোলনকারী স্বাস্থ কর্মীরা।
গত ৮ এপ্রিল ১৯ জন নার্স এবং ১৫ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর নাম উল্লেখ করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি।

কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মানিক মিয়া বলেন, ৩৪ জনকে চাকুরিচ্যুত এবং ১৭ জনকে নিয়ম বর্হিভূতভাবে বদলি করার প্রতিবাদে আমরা আন্দোলনের ডাক দিয়েছি।
আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। গতকাল থেকে আমরা আন্দোলন করছি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ করেনি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ১৯ জন নার্স এবং ১৫ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর নাম উল্লেখ করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে ইউএসটিসি হাসপাতাল কর্তৃপক্ষ।

এমজে/