মোট শনাক্ত ৯৫৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৯৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এতে এ ভাইরাসে পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৩ জনে। আর এখন পর্যন্ত ৫ জন পুলিশ কর্মকর্তা প্রাণ দিয়েছেন।

ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১৮১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১১৫২ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৫ পুলিশ সদস্য। এদের মধ্যে চারজন ডিএমপি’র একজন এসবি’র সদস্য। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ হাসপাতাল বলছে, আক্রান্তদের ৮০ ভাগ মাঠ পর্যায়ের পুলিশ সদস্য। রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান লকডাউনে আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়েই তারা আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে আক্রান্ত পুলিশ সদস্যরা ব্যারাকে ‘গাদাগাদি’করে থাকার কারণে সুস্থরাও তাদের সংস্পর্শে আসায় এই সংখ্যা আরও বেড়েছে।

সম্প্রতি সময়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব ইউনিট কমান্ডারদের সঙ্গে মতবিনিময়ের সময় আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা দেওয়ার সব আয়োজন রয়েছে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্য হাসপাতালগুলোতে করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া বিভাগীয় পর্যায়েও সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্য ও তাদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ রয়েছে বলে জানান তিনি।