চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায়  ২২  জনের করোনা শনাক্ত

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেজ (বিআইটিআইডি)-এর নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

সোমবার ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে কভিড-১৯ শনাক্ত হয় ২২ জনের।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ২২ জনের মধ্যে চট্টগ্রাম জেলার ১৬ জন এবং বাকি ৬ জন নোয়াখালী ও লক্ষীপুরের বাসিন্দা।

চট্টগ্রাম জেলার জেলার সিভির সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে শনাক্ত ১৬ জনের মধ্যে নগরীর ১২ জন এবং উপজেলার ৪ বাসিন্দা রয়েছে। নগরীতে করোনা শনাক্ত হওয়া দামপাড়া পুলিশ লাইন্সের দুইজন, উত্তর কাট্টলীর ১ জন, আকবর শাহ এলাকার ১, হালিশহরের ২ জন, এনায়েত বাজারের এলাকার ২ জন, পাহাড়তলীর ২ জন, বিআইটিআইডি একজন ও সিএমএইচের একজন রয়েছে।

তিনি আরও বলেন, সোমবার সকালে এনায়েত বাজার এলাকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ এসেছে। ৪৫ বছর বয়সী বিদেশ ফেরত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল বৃহস্পতিবার।

এছাড়া পটিয়া, বাঁশখালী ও লোহাগাড়া ও সীতাকুণ্ডের বড় কুমিরার একজন করে মোট ৪ বাসিন্দা করোনা শনাক্ত হয়েছ।

এমজে/