পাঁঠা খাওয়ার খায়েস না মেটানোয় পশুসম্পদ কর্মকর্তাকে পেটালেন আ.লীগ নেতা

পাঁঠা খাওয়ার খায়েস না মেটানোয় পশুসম্পদ কর্মকর্তাকে পেটালেন আ.লীগ নেতা

সিলেট জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রজননের জন্য কয়েকটি পাঁঠা আনা হয়। সেই পাঁঠার উপর নজর পড়ে জেলা আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তাঁর অনুসারীদের। তারা গিয়ে খাওয়ার জন্য সেখান থেকে একটি পাঁঠা চান। কিন্তু সেই আবদার না মেটানোয় আওয়ামী লীগ নেতা ও তাঁর অনুসারীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন।

হামলায় আহত সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি জানান, আজ সোমবার দুপুরে সিলেটের টিলাগড় এলাকায় বিভাগীয় প্রাণিসম্পদ অফিসে এ হামলার ঘটনা ঘটে।

বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘আজ দুপুর ১টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারীরা এসে রনজিতের খাওয়ার জন্য প্রজননের জন্য আনা একটি পাঁঠা দিতে বলেন। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল তাদের আবদার পূরণে রাজি হননি। পরে দলবল নিয়ে রনজিত সরকার সেখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের ওপর হামলা চালান। অফিসের অন্য কর্মকর্তাদেরও লাঞ্ছিত করে তারা।’

পরে আশরাফুলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, মিটমাট হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। বর্তমানে সব স্বাভাবিক আছে।’-এনটিভি