বেতন-বোনাসের দাবিতে ৫৩ কারখানায় বিক্ষোভ

বেতন-বোনাসের দাবিতে ৫৩ কারখানায় বিক্ষোভ

বেতন-বোনাসের দাবিতে সোমবার সারাদেশের ৫৩টি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শিল্প পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগেরদিনের তুলনায় এই সংখ্যা ছিল ৩১টি বেশি। রবিবার ২২টি ও শনিবার ১৮ টিসহ চলতি মাসে ২৯৮টি কারখানায় বেতন, ভাতা ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বিজিএমইএর এক নেতা গণমাধ্যমকে জানান, ব্যাংকগুলোর কারণে বেতন দিতে দেরি হচ্ছে। তাদের পক্ষ থেকে বেতনের কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

বকেয়া বেতন, কারখানা খুলে দেওয়া, ছাঁটাইয়ের প্রতিবাদ ও ঈদ বোনাস দাবিতে তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ছে। করোনাভাইরাসের সংক্রমণ উপেক্ষা করে প্রত্যেক দিন বিভিন্ন কারখানায় বিক্ষোভ হচ্ছে।

পোশাক শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, বর্তমান সংকটে যেখানে আগেই মে মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে বহু কারখানায় আগের দুই মাসের বেতনই দেওয়া হয়নি। উল্টো ছাঁটাই ও কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন ন্যায্য দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ঈদ ঘিরে হয়তো শ্রমিক অসন্তোষ ভয়াবহ হবে।