পাপুয়া নিউ গিনির সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

পাপুয়া নিউ গিনির সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে দেশে ফেরার সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন নিউ গিনির সাবেক প্রধানমন্ত্রী পিটার ও’নেইল। শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রয়্যাল পাপুয়া নিউ গিনির পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হজ ইটে এক বিবৃতিতে জানিয়েছেন, ক্ষমতা থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে দুটি ইসরায়েলি জেনারেটর কেনার তদন্তের অংশ হিসেবে পিটার ও’নেইলকে গ্রেপ্তার করা হয়েছে।

‘ওই ক্রয়ে অর্থ আত্মসাৎ, অফিশিয়াল ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা শনিবার রাতে জানিয়েছেন, ও’নেইলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে বিদেশ থেকে আসায় নিজ বাড়িতে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে তাকে জামিন দেওয়া হতে পারে।

দুর্নীতির এসব অভিযোগ অতীতে বারবার প্রত্যাখ্যান করে এসেছেন ও’নেইল। রাজনৈতিক কারণে এসব হয়রানি করা হচ্ছে বলে তার দাবি।

২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাপুয়া নিউ গিনির ক্ষমতায় ছিলেন ও’নেইল। দুর্নীতির নানা অভিযোগে ক্ষমতাহারা হন ৫৫ বছর বয়সী এই রাজনীতিক।