চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে একই দিনে স্বামীর মৃত্যুর ১০ ঘণ্টার পর স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে সকাল ৭টায় আনোয়ার হোসেন মল্লিক (৬৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। একই দিন বিকেল ৫টায় করোনা উপসর্গ নিয়ে তার স্ত্রী শাহানারা বেগম (৫০) মৃত্যুবরণ করেছেন।

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন মল্লিক সকাল ৭টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান। স্বামীর মৃত্যুর ১০ ঘণ্টা পর স্ত্রী শাহানারা বেগম বিকেল ৫টায় মারা যান। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের দাফন করা হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৩৭ জন, ফরিদগঞ্জে ৪৪ জন, হাজীগঞ্জে ২৩ জন, মতলব দক্ষিণে ২২ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় ১৭ জন, মতলব উত্তরে ১৩ জন ও হাইমচরে ১০ জন।

এছাড়া জেলায় মৃত মোট ২৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৮ জন, কচুয়ায় ৪ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ২ জন ও শাহরাস্তিতে ১ জন।