করোনায় ভারতে প্রায় ১০ হাজার মৃত্যু, দিল্লিতে অমিতের সর্বদলীয় বৈঠক

করোনায় ভারতে প্রায় ১০ হাজার মৃত্যু, দিল্লিতে অমিতের সর্বদলীয় বৈঠক

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) ভারতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৩ লাখ ৩০ হাজার। দিল্লির অবনতিশীল করোনা পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার।

দ্য হিন্দুর সোমবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৫২৩ জন।

এদিকে রাজধানী দিল্লির ক্রম অবনতিশীল করোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবারের এই বৈঠকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টির স্থানীয় নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে রবিবার রাজধানী দিল্লিতে সর্বাধিক কভিড-১৯ রোগী শনাক্ত হয়। সেখানে আক্রান্তে সংখ্যা ৪১ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩২৭ জন।

করোনা আক্রান্তের হিসাবে ভারত এখন বিশ্বে চতুর্থ। দেশটিতে গত তিন দিন টানা ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যেই রয়েছে সবচেয়ে বেশি রোগী। আক্রান্তে গুজরাট আর তামিলনাড়ুর পরেই দিল্লির অবস্থান।