৫০ দিনে ৬৭২২৯ আসামির জামিন

৫০ দিনে ৬৭২২৯ আসামির জামিন

নিম্ন আদালতে ৫০ কার্যদিবসে দেশের অধস্তন আদালতের ভার্চুয়াল কোর্ট থেকে জামিন পেয়েছেন ৬৭ হাজার ২২৯ জন আসামি। রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়। জামিনপ্রাপ্তরা হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন ফৌজদারি মামলার আসামি।

প্রাপ্ত তথ্যে জানানো হয়, গত ১১ই মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত মোট ৫০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ১ লাখ ৩৬ হাজার ৩৯৯টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি এবং ৬৭ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।

সূত্র জানায়, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চালু হয় ভার্চুয়াল কোর্ট। উচ্চ ও নিম্ন আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা দিতেই এই আদালত পদ্ধতি চালু হয়।