টাঙ্গাইলে সেতু ভেঙে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে সেতু ভেঙে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের মির্জাপুরে পেকুয়া-অভিরামপুর সড়কের একটি সেতু ভেঙে গেছে। এতে টাঙ্গাইলের সঙ্গে ৩ উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। সেতুটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।

মির্জাপুরের পেকুয়া-অভিরামপুর সড়কের ইনথখাচালায় প্রায় ৩ যুগ আগে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২১শে জুন রাতে বালুভর্তি ট্রাক উঠলে ভেঙে যায় সেতুটি। যোগাযোগ বন্ধ হয়ে যায় পাঁচ ইউনিয়নের প্রায় ৬০ গ্রামের কয়েক হাজার মানুষের।

কয়েক বছর ধরে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়লেও, তা মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ভোগান্তি কমাতে চলাচলের বিকল্প রাস্তা নির্মাণের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন বলেন, 'মানুষ যাতে তাদের মালামাল পরিবহন করতে পারে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারে, তার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ্যটাচড লুপ করে দিয়ে চলাচলের ব্যবস্থা করছি।'

অতি বৃষ্টির কারণে সেতুটি ভেঙে পড়েছে বলে ধারণা উপজেলা নির্বাহী কর্মকর্তার। একই স্থানে নতুন সেতু নির্মাণের কথা জানান তিনি। মির্জাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক মুস্তাকিম বলেন,'দীর্ঘ দিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। এই সেতুটির পরিবর্তে নতুন একটি সেতু নির্মানের কথা চিন্তা করা হচ্ছে।'

এমজে/