রাজধানীর লালবাগে ডাস্টবিনে শত শত ছাগলের চামড়া!

রাজধানীর লালবাগে ডাস্টবিনে শত শত ছাগলের চামড়া!

কোরবানির গরুর চামড়ার দাম ধসের পর ছাগলের চামড়া কেউ কিনছে না। শনিবার ঈদের দিন কিছু ব্যাপারি চামড়া কিনে বিক্রি করতে না পেরে লবণ দিয়ে রাখার চেষ্টা করছেন। কেউ বা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। কেউ বা বোঝা মনে করে রাস্তার ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছেন। নেওয়ার কেউ নেই। সিটি কপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা এসে নিয়ে যাচ্ছেন।

রবিবার পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় গিয়ে দেখা যায়, অনেকে ছাগলের চামড়া বিক্রি করতে পা পেরে আবার অনেকে দাম কম পেয়ে তা ফেলে দিচ্ছেন। এতে করে ওই এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে।

জামাল হোসেন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘গতকাল রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ২০ থেকে ৪০ টাকা করে ৩০০ ছাগলের চামড়া কিনেছি। কিন্তু লালবাগের পোস্তায় এসে দেখি এসব চামড়া কেউ কিনবে না। এসব চামড়া হয়ে গেছে বোঝা। তাই ডাস্টবিনে ফেলে দিয়েছি। টাকা, ভ্যানভাড়া, শ্রম সবই বৃথা গেল।’

চামড়ার মৌসুমি এ ব্যবসায়ী আরো বলেন, ‘ছাগলের চামড়াগুলো নিয়ে সকাল থেকেই বিক্রির জন্য ঘুরছি। কিন্তু দুপুর গড়িয়ে এলেও বিক্রি করতে না পারায় তা ফেলে দিতে হচ্ছে।’

পোস্তায় চামড়া সংরক্ষণের কাজ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘সকাল থেকেই অনেক চামড়া এখানে নিয়ে আসা হয়েছে। চামড়ার অনেক কম দাম এবার। আমরা গরুর চামড়াগুলো সংরক্ষণ করছি, কিন্তু ছাগলের চামড়াগুলো রাখছি না।’

সাহাবুদ্দিন বলেন, ‘গরুর চামড়াও অনেকে বিক্রি করতে পারছে না। বাজারের দর খুব খারাপ। তাই ছাগলের চামড়া কেউ কিনছে না।’