মিয়ানমারে নির্বাচনের আগে রোহিঙ্গাদের ভোটার করার দাবি ১৪ সংগঠনের

মিয়ানমারে নির্বাচনের আগে রোহিঙ্গাদের ভোটার করার দাবি ১৪ সংগঠনের

মিয়ানমারের নির্বাচনের আগে রোহিঙ্গাদের ভোটার করার আহবান জানিয়েছে ১৪টি সংগঠন। তারা বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদেরও সেদেশের ভোটার তালিকাভুক্ত ও ভোট দেয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।

কক্সবাজারে রোহিঙ্গা নিয়ে কাজ করা ১৪টি সংগঠন মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) কাছে এক খোলা চিঠিতে এ আহবান জানিয়েছে। আগামী নভেম্বরে মিয়ানমারের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের মিয়ানমারের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। তাদেরকে সেই অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে ঘোষণাও দিতে হবে।

ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরতসহ মিয়ানমারের রোহিঙ্গাদের তাদের দেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এজন্য আসন্ন নির্বাচনে তাদেরকে ভোটাধিকারও দিতে হবে। চিঠিতে প্রায় একই ধরনের বক্তব্য দেয় অন্য সংগঠনগুলোও।