সরকারি জমি বিক্রি, ইউএনও-আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

সরকারি জমি বিক্রি, ইউএনও-আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা, ৯ মার্চ (জাস্ট নিউজ) : সিলেটের জৈন্তাপুর উপজেলায় চার কোটি টাকা মূল্যের সরকারি জমি বিক্রির অভিযোগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) ও এক আওয়ামী লীগ নেতাসহ ১৬জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করেছেন এক মুক্তিযোদ্ধার ছেলে।

বুধবার সিলেটের সিনিয়র বিশেষ জজ আদালতে সাবেক ইউএনও খালেদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ১৬ জনের বিরুদ্ধে উপজেলার দরবস্ত ইউনিয়নের করগ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে মনির বাদী হয়ে এ মামলা করেন।

এজাহারে বলা হয়, জৈন্তাপুর উপজেলার নিজপাট মৌজার জেএল ১৮, দাগ নং ২৪২ এ দোকান রকম শ্রেণির ৮ ভূমির ১ নম্বর খতিয়ানের অন্তর্ভূক্ত। যার বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। মামলার আসামি আখলাকুল আম্বিয়া, মুসলিম আলী ও লিয়াকত আলী যোগসাজশ করে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের সহায়তায় জালিয়াতির মাধ্যমে এ জমির জাল দলিল করে অবৈধভাবে কেনাবেচা ও ভোগদখল করে আসছেন। লিয়াকত আলী সরকারি দলের সাধারণ সম্পাদক হওয়ায় সরকারি কর্মকর্তা, কর্মচারীরা তার স্বার্থরক্ষা করে চলছেন।

মামলার বাদী মনির আহমদ বলেন, সরকারি ভূমি আত্মসাতের অভিযোগে মামলা করেছি। মামলাটি দুদককে তদন্ত করার আবেদন জানিয়েছি।

(জাস্ট নিউজ/এমআই/২৩২০ঘ.)