মসজিদে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন আরও ৭ দিন পেছাল

মসজিদে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন আরও ৭ দিন পেছাল

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ধার্য তারিখে প্রতিবেদন দিতে পারেনি। বৃহস্পতিবার তদন্তের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও আরও সাত দিনের সময় চেয়েছে তদন্ত কমিটি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি আরও সাত দিনের (কর্মদিবস) সময় চেয়েছে।

বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট দফতরগুলো থেকে তথ্য নিতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহের ববি। তবে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় বাইতুস সালাত জামে মসজিদের ভেতর ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। মুহূর্তেই মৃত্যুকূপে পরিণত হয় মসজিদটি।

ঘটনাস্থলে দগ্ধ হন ৪২ জন। গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তাদের মধ্যে ২৯ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। কেবল মামুন নামে এক পোশাক শ্রমিক বেঁচে ফেরেন। হাসপাতালে ভর্তি অন্যদের অবস্থাও সংকটাপন্ন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উৎসারিত আগুন এবং লিকেজ থেকে জমা হওয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটেছে ধারণা করা হচ্ছে।