স্কুলের বদলে শেষ যাত্রায় দুই বোন

স্কুলের বদলে শেষ যাত্রায় দুই বোন

যশোর, ১০ মার্চ (জাস্ট নিউজ) : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে স্কুলে যাওয়ার সময় ট্রাকচাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রোজা (১১) স্থানীয় প্রভাষক আলমগীর হোসেনের মেয়ে। নিহত আরেক শিশুর নাম জেরিন (১০)। সে ইব্রাহিম হোসেনের মেয়ে। রোজা ও জেরিন সম্পর্কে আপন মামাতো-ফুপাতো বোন। বাগআঁচড়া ইউনিয়নের বাইড়ী গ্রামের এই দুই বোনই বাগআঁচড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর হোসেন তাঁর মেয়ে রোজা ও ভাগনি জেরিনকে নিয়ে সকালে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তাঁরা বাঁগআচড়া বাজারে পৌঁছালে নাভারণ থেকে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিশু মারা যায়। এ সময় প্রভাষক আলমকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তবে ট্রাকটিকে আটক করা যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্কুল থেকে ছুটে আসে নিহত স্কুল ছাত্রীদের সহপাঠীরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(জাস্ট নিউজ/জেআর/১২০৫ঘ.)