সোনারগাঁওয়ের গেট ভেঙে ভেতরে টোকেন প্রত্যাশীদের বিক্ষোভ

সোনারগাঁওয়ের গেট ভেঙে ভেতরে টোকেন প্রত্যাশীদের বিক্ষোভ

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন প্রত্যাশীদের বিক্ষোভে উত্তপ্ত সোনারগাঁও হোটেল। গেট ভেঙে সহস্রাধিক প্রবাসী হোটেলের বাউন্ডারির ভেতরে অবস্থান নিয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে প্রবাসীরা সোনারগাঁও হোটেলের বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে মানুষের ধাক্কায় হোটেলের গেট ভেঙে যায়। পরে প্রবাসীদের স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হোটেলের আশপাশ। এক পর্যায়ে হোটেলের প্রবেশমুখ পর্যন্ত মানুষের ঢল নামে।

ঢল ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও স্রোত ঠেকানো যায়নি। টোকেন প্রত্যাশীদের ধাক্কাধাক্কি ও স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁও হোটেল।

এ পরিস্থিতিতে টোকেন বিতরণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, নতুন টোকেন বিতরণ করা হবে ৪ অক্টোবর। এ ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী। রবিবার সকালে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ১২-১৫ হাজার প্রবাসী। পরিস্থিতি এত উত্তপ্ত যে, ব্যারিকেড দিয়েও ঢল ঠেকাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এমজে/