দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতেই ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১১।

অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম- আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত। নয়ন ভোলার চরফ্যাশনের উত্তর চরমঙ্গল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য মো. আব্দুল কুদ্দুস নয়নের। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সঙ্গে প্রায়ই কথা হতো ওই নারীর। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এই সম্পর্কের কারণে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো। গত ৬ অক্টোবর বিকেলে নয়ন আবারও ওই নারীর বাসায় আসে। এ সময় নয়ন বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলে দরজা বন্ধ করে দেয়। ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলেও তাকে ধর্ষণ করেন নয়ন।

এর আগেও নয়ন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। ওই নারীর আরেকটি বিয়ে হয়েছিল। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক নারী মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে আটক করেছি।’

এমজে/