ক্ষমতাবানদের আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া দেলোয়ারের দায় নিচ্ছে না কেউ

ক্ষমতাবানদের আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া দেলোয়ারের দায় নিচ্ছে না কেউ

সিএনজি চালক থেকে অপরাধ জগতে। অভিযোগ বেপরোয়া হওয়ার কারণ, ক্ষমতাবানদের ছায়া বা আশ্রয় প্রশ্রয়। কিন্তু এখন কেউই দায় নিচ্ছেন না দেলোয়ারে। স্থানীয় সংসদ সদস্য বলছেন তিনি আগে দেলোয়ারকে চিনতেনই না। নিজেদের দায় এড়াতেই দেলোয়ারকে অস্বীকার করার অভিযোগ স্থানীয়দের।

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর। সবার বক্তব্য একই রকম। দেলোয়ারের উত্থানের নেপথ্য রাজনৈতিক ছত্রছায়া। দেলোয়ার কি একাই এসব অপরাধ করতেন? আর কারা ছিলেন তার পেছনে?

স্থানীয় সংসদ সদস্য বলছেন, দেলোয়ার তার গ্রুপের কেউ নয়। বরং সে অন্য এক নেতার অনুসারী সম্রাট ও সুমনের লোক। এদিকে চৌমুহনী পৌরসভার মেয়রের দাবি, দেলায়ারের নাম আগে কখোনো শোনেননি তিনি।

স্থানীয়রা বলছেন, দেলোয়ারকে নিয়ে সারা দেশে সমালোচনা ওঠায় এখন তার দায় নিচ্ছে না কেউ।

এমজে/