যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

দু’দিনের এক তাৎপর্যপূর্ণ সফরে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বাইগান ঢাকা পৌঁছেছেন। বুধবার বিকালে স্পেশাল ফ্লাইটে দিল্লি হয়ে ঢাকা পৌঁছান তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার আলোচনায় ঢাকা এসেছেন স্টেট ডিপার্টমেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ওই কূটনীতিক।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ের তরফেই সফরটিকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, ওই সফরে ঢাকার ফোকাস থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার বিষয়টি।