ধর্ষণ মামলায় দেশে প্রথমবারের মতো ৫ ধর্ষককে মৃত্যুদণ্ড

ধর্ষণ মামলায় দেশে প্রথমবারের মতো ৫ ধর্ষককে মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের মামলায় পাঁচজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চারালজানী গ্রামের বদন চন্দ্র মনি ঋষির ছেলে সঞ্জিত (২৮), সুনীল চন্দ্র শীলের ছেলে সাগর চন্দ্র শীল (৩৩), সুনিল মনি ঋষির ছেলে সুজন মনি ঋষি (২৮), মনিন্দ্র চন্দ্রের ছেলে রাজন চন্দ্র (২৬) ও একই উপজেলার গোলাবাড়ি গ্রামের শ্রী দিগেন চন্দ্র শীলের ছেলে গোপী চন্দ্র শীল (৩০)।

রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপী চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন। অন্য তিন আসামি পলাতক রয়েছেন।

এমজে/