নৌশ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, বন্দরে অচলাবস্থা

নৌশ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, বন্দরে অচলাবস্থা

তৃতীয় দিনের মতো চলছে নৌশ্রমিকদের কর্মবিরতি। ফলে সারা দেশের নৌপথে পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্দরে আটকা পড়া পণ্যের পরিমাণ বাড়ছে।

নৌশ্রমিকদের খাদ্য ভাতা, ঝুঁকি ভাতাসহ ১১ দফা দাবিতে গত সোমবার মধ্যরাত থেকে এই কর্মসূচি পালন করে আসছে নৌযান শ্রমিক ফেডারেশন।

বন্দরের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৪২টি বড় জাহাজে প্রায় ১০ লাখ টন পণ্য আটকা পড়েছে। বন্দরের বড় জাহাজগুলো থেকে পণ্য নিয়ে সারা দেশের ৩৯টি নৌঘাটে নোঙর করে রাখা ৯২৫টি লাইটার জাহাজে আটকে আছে আরও ১২ লাখ টন পণ্য।

কর্মবিরতি শুরুর আগে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন। কিন্তু দু’পক্ষই অনড় থাকায় কোনো সমাধান হয়নি। তবে আজ বিকালে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সব পক্ষকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

এমজে/