আবুল হাসনাত খান আর নেই

আবুল হাসনাত খান আর নেই

বাংলাদেশ অক্সিজেন লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত খান গত ৫ই নভেম্বর রাজধানীর উত্তরায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাকে উত্তরা কবরস্থানে দাফন করা হয়।

আবুল হাসনাত খান ১৯৩৬ সালের ১০ই জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র ছিলেন। দেশ বিভাগের পর ১৯৪৭ সালে তিনি তার পরিবারের সঙ্গে চট্টগ্রামে চলে আসেন। ম্যাট্রিকুলেশনের পর তিনি বৃত্তি নিয়ে লন্ডনে চলে যান, সেখানে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে ঢাকায় ফিরেন। এক পর্যায়ে পূর্ব পাকিস্তানের আইসিআই লিমিটেডের প্রধান প্রকৌশলী হন। ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ অক্সিজেন লিমিটেডে যোগ দেন।

হাসনাত খান ঢাকা ক্লাব এবং গুলশান ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। হাসনাত খানের পিতা প্রয়াত আবুল মহসিন খান একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার ছোট ভাই প্রয়াত আবুল আহসান খানও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তার বড় বোন তালেয়া রেহমান ডেমক্রেসি ওয়াচ-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। তার ছোট বোন সাকেবা আলী ঢাকার মারি কুরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

এমজে/