পাঁচ দিনের ডোজেই সুস্থ হয় করোনা রোগী

পাঁচ দিনের ডোজেই সুস্থ হয় করোনা রোগী

কেবলমাত্র আইভারম্যাকটিনের পাঁচ দিনের ডোজ ব্যবহারে করোনা ১৪ দিনের মাথায় ৭৭% ভাইরাস মুক্তির প্রমান পেয়েছে আইসিডিডিআরবি। পাঁচ দিনে ১২ মিলিগ্রামের ডোজে এই ফল মিলেছে যা অন্য যেকোন ওষুধের চেয়ে কার্যকর। তবে এখনই সরাসরি গাইডলাইনে অন্তর্ভুক্ত না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো গবেষণার প্রয়োজন বলছে, জাতীয় গাইডলাইন কমিটির। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন না করার কথা বলছেন তারা।

বিদেশে গবেষণা হয়েছে, দেশেও নানাভাবে গবেষনার সঙ্গী হয়েছেন চিকিৎসকরা, তবে এবারই প্রথম কোনো ওষুধ নিয়ে পূর্ণাঙ্গ গবেষণা করলো আইসিডিডিআরবি।

৬৮ জন করোনায় আক্রান্ত রোগীর পর জুনের ১০ তারিখ থেকে সেপ্টেম্বর আট তারিখ পর্যন্ত এই গবেষণায় নেয়া হয় ৬৮ জন রোগী।

তিনটি ভাগে ভাগ করে একটি দলকে দেয়া হয় প্লাসিবো, অন্যদলকে আইভারম্যাকটিনের সাথে ডক্সিসাইক্লিন ও তৃতীয় দলকে শুধুমাত্র পাঁচ দিন ১২ এমজির আইভারম্যাকটিনের ডোজ দেয়া হয়। ফলাফল ১৪ দিনের মাথায় প্রথম গ্রুপে ভাইরাস মুক্তির হার ৩৯ শতাংশ। দ্বিতীয় ভাগে ৬১ শতাংশ এবং শুধু আইভারম্যাকটিনের খেয়ে ভাইরাস মুক্তির হার ৭৭ শতাংশ।

তবে গবেষণা আরো ব্যাপক আকারে হওয়ার দরকার বলে মনে করে জাতীয় পরামর্শক কমিটি। তার আগে পরীক্ষামূলকভাবে হাপাতালগুলোতে এই ডোজ ব্যবহারের সুপারিশ করছেন তারা।

তবে গর্ভবতী ও শিশুদের এই ওষুধ না দেয়ার পরামর্শ গবেষকদের। গবেষণায় সার্বিক সহায়তা করেছে বেক্সিমকো ফার্মা।

এমজে/