ভাস্কর্যের পক্ষে সারাদেশে মানববন্ধন-সমাবেশ করছে সরকারি কর্মকর্তারা

ভাস্কর্যের পক্ষে সারাদেশে মানববন্ধন-সমাবেশ করছে সরকারি কর্মকর্তারা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে মানববন্ধন ও সমাবেশ করছেন সরকারি কর্মকর্তারা।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীতে সমাবেশ করেছে সরকারি কর্মকর্তারা। এছাড়াও আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারা বাংলাদেশ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সাথে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার।

এদিকে সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ করছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নোয়াখালী, রাজবাড়ি ও খুলনায় মানববন্ধন ও সমাবেশ।

এর আগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কুশপুত্তলিকা পুড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিক্ষোভ সমাবেশ থেকে এই কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে।

এমজে/