দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে: ড. কামাল

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে: ড. কামাল

গণফোরামের সভাপতি ও অন্যতম সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান বলেও জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর বেইলী রোডস্থ নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করবো। এ জন্য সমাবেশ কর্মী সভা করবো। ৯ই জানুয়ারি কাউন্সিলে সব জানানো হবে। গণফোরামে ভাঙন নিয়ে ড. কামাল বলেন, দলে কোনো সমস্যা নেই। এমন কিছুই হয়নি।

যদি থেকেও থাকে সেটি এখন নেই। দলের অন্য নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত, রেজা কিবরিয়া আইসোলেশনে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, এমপি, শফিকুল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর, মহিউদ্দিন আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা।

এমজে/