করোনা টিকা নিলেন শফিক ও তালেয়া রেহমান

করোনা টিকা নিলেন শফিক ও তালেয়া রেহমান

ফাইজার আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করলেন লন্ডনে অবস্থানরত খ্যাতিমান সাংবাদিক, লেখক, টিভি ব্যক্তিত্ব ও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শফিক রেহমান ও তাঁর স্ত্রী ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রেহমান।

শনিবার নর্থ লন্ডনের একটি হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। টিকা গ্রহণ করে ৮৫ বছর বয়সী সাংবাদিক, শফিক রেহমান জাস্ট নিউজকে বলেন, “করোনা প্রতিরোধে সকলকে টিকা গ্রহণ করা উচিত। লন্ডনে বসবাসরত এশিয়ান কমিউনিটির মানুষের মধ্যে টিকা গ্রহণে অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। যা মোটেই উচিত নয়। যাদের জন্য করোনা টিকার পর্যাপ্ততা আছে, তাদের প্রত্যেকের নেয়া উচিত।”

করোনা মহামারি থেকে কেবল নিজে রক্ষা হওয়া নয়, অন্যকে রক্ষা করতেও টিকা গ্রহণ জরুরি বলে উল্লেখ করেন অশীতিপর এই যশস্বী সাংবাদিক। টিকা প্রদানে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)’র ব্যবস্খাপন ভূয়সী প্রশংসা করেন শফিক রেহমান ও তালেয়া রেহমান।

আগামী ৯ জানুয়ারি টিকার ২য় ও শেষ ডোজ গ্রহণ করেন তাঁরা।