পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাকে এমপি বাহারের হুমকি

‘তালা মেরে দেব অফিসে, বেয়াদব’ (অডিও)

‘তালা মেরে দেব অফিসে, বেয়াদব’ (অডিও)

কুমিল্লা সদরের আলোচিত সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ফোনে রীতিমতো নাজেহাল করলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলিকে। উপ-পরিচালককে ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন ভাষায় হুমকি দেন সংসদ সদস্য। ননসেন্স বলে গালিও দেন। একপর্যায়ে তিনি বলেন, আমার ভালোটা দেখছেন আপনে, খারাপটা তো দেখেন নাই। এরপর তিনি আবার বলেন, খুব ক্ষমতা না? বলেন না আপনার অনেক ক্ষমতা। তালা মেরে দেবো অফিসে গিয়ে আমি...বেয়াদব। দুই মিনিট ১৩ সেকেন্ডের এই কথোপকথনের রেকর্ড এরইমধ্যে ছড়িয়ে পড়েছে।

একজন আইনপ্রণেতার এই ধরনের আচরণে তৈরি হয়েছে বিস্ময়।

কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশস্তকরণ প্রকল্পে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এক লাখ ১৪ হাজার ঘনফুট পাহাড় কাটে ঠিকাদারি সংস্থা হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও হক এন্টারপ্রাইজ। গত ১৬ই নভেম্বর ঠিকাদারি সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে পাহাড় কাটার স্থান পরিদর্শন করে প্রতিবেদন দেন উপ-পরিচালক শওকত আরা কলি। তিনি মামলা করার সুপারিশ করেন। এতেই ক্ষুব্ধ হয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার অধিদপ্তরের কর্মকর্তাকে হুমকি দেন।-মানবজমিন

এই কথোপকথন হুবহু তুলে ধরা হলো

ডিডি: হ্যালো স্যার, ডিডি পরিবেশ অধিদপ্তর
এমপি: হ্যাঁ, আপনি যে রিপোর্টটা দিলেন...

ডিডি: স্যার।
এমপি: আপনি যে রিপোর্টটা দিলেন, আপনি আমার সাথে কথা বলেছিলেন? ওই যে লালমাই রাস্তা নিয়ে

ডিডি: জি স্যার, জি স্যার।
এমপি: রোডস অ্যান্ড হাইওয়ে নিয়ে দেননি কেন? রোডস অ্যান্ড হাইওয়ের বিরুদ্ধে লেখেন নাই কেন? আমাদের বিরুদ্ধে লিখলেন কেন?

ডিডি: না না, আমাদের রিপোর্টে রোডস অ্যান্ড হাইওয়ের বিরুদ্ধেও লেখা হয়েছে স্যার...
এমপি: না না, লেখেননি, আপনার রিপোর্টটা আমার হাতে আছে, আপনার রিপোর্টের ভিত্তিতে আমাকে চিটাগাং থেকে ফোন দিয়েছে। আপনি রিপোর্টে বলেছেন, আমরা এক লাখ ১৪ হাজার ৩৩০ ঘনফুট মাটি কেটে ফেলছি। এই মেজারমেন্টটা আপনি কীভাবে করলেন আমাকে ছাড়া?

ডিডি: স্যার আমরা মেজারমেন্ট স্যার...
এমপি: আপনি কীভাবে করলেন আমাকে ছাড়া? আমি তো একটা পক্ষ, আপনি একটা পক্ষ।

ডিডি:স্যার..., স্যরি স্যার
এমপি: আমি ছাড়া আপনি এককভাবে মেজারমেন্ট করলেন কীভাবে? আমার সিগনেচার নেবেন না? ক্ষমতার অপব্যবহার করতেছেন আপনি।

ডিডি:স্যার...।
এমপি: কুমিল্লায় থাইক্যা ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ নাই, আমার ভালোটা দেখছেন আপনে, খারাপটা তো দেখেন নাই।

ডিডি: স্যার...।
এমপি: স্যার কী? ননসেন্স কোথাকার? আপনি এটা মেজারমেন্ট করার সময় তো আমাকে রাখতে হবে। আপনি কতটুকু কাটছেন, এটা তো একসাথে মেজারমেন্ট করতে হবে। জয়েন্ট মেজারমেন্ট করতে হবে। বাংলাদেশে আপনাকে বলছি, বাংলাদেশে সকল পাহাড়ি রাস্তা তো পাহাড় কেটে হইছে।

ডিডি: স্যার...।
এমপি: খুব ক্ষমতা না? ...বলেন না আপনার অনেক ক্ষমতা। তালা মেরে দেব অফিসে গিয়ে আমি... বেয়াদব।

ডিডি: না স্যার...।
এমপি: আপনি আমার অফিসে আসেন, ১০ মিনিটের মধ্যে আপনি আমার অফিসে আসেন, কি বলছি বুঝছেন?

ডিডি: কখন আসবো আজকে স্যার...
এমপি: ১০ মিনিটের মধ্যে আসেন, ১০ মিনিট সময় দিলাম, ১০ মিনিট।