বিবৃতি ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দূতাবাসগুলোকে সতর্ক করলেন জয়

বিবৃতি ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দূতাবাসগুলোকে সতর্ক করলেন জয়

বাংলাদেশে বাকস্বাধীনতা নিয়ে ভবিষ্যতে বিবৃতিতে দেবার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দূতাবাসগুলোকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার (৯ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক পোস্ট এ সতর্কতার তাগাদা দেন প্রধানমন্ত্রী পুত্র। একিসঙ্গে তার এই সতর্ক বার্তার পোস্টটি নোট রাখার আহবান জানিয়েছেন দূতাবাসাগুলোকে।

জয় বলেন, ‘আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু এটি তখনই খর্ব হয়, যখন গুজব ছড়িয়ে আরেকজনের ক্ষতি করা হয়। অন্যের ক্ষতি সাধনের অধিকার কারও নেই। আমি চাই ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্র দূতাবাসসহ অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাসগুলো যেন আমার এই বক্তব্য নোট করে রাখে। আমরা আপনাদের কাছে থেকে বাংলাদেশে বাকস্বাধীনতা নিয়ে কুটিল বিবৃতি আর চাই না।’

ইংরেজিতে দেওয়া পোস্টে জয় আরও উল্লেখ করেন, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে স্থায়ীভাবে ব্যান করেছে। এছাড়া আরও কিছু সংগঠন এবং ব্যক্তিকেও ব্যান করেছে যারা সহিংসতা তৈরিতে গুজব রটিয়েছে। যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার সীমা এটি।

তিনি বলেন, যারা বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অভিযোগ করেন, তারা জেনে থাকবেন যুক্তরাষ্ট্রের সরকার বেসরকারি কোম্পানিকে এসব নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে এমনটি হওয়া উচিত নয়। এটি আদালতের সিদ্ধান্তে হওয়া উচিত।