মামলার ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিলেন সাবেক ওসি, দুদকের মামলা

মামলার ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিলেন সাবেক ওসি, দুদকের মামলা

ওসি হরেন্দ্র নাথ সরকার এই নাম শুনলেই আকঁতে ওঠেন মেহেরপুরের গাংনী উপজেলার মানুষ। কখনও নাশকতা, আবার কখনও অস্ত্র ও মাদক মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন টাকা। সম্প্রতি তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি টাকার সম্পদ অর্জনের জন্য মামলা করেছে, দুদক। স্থানীয়দের দাবি, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় দ্রুত আইনের আওতায় আনা হোক তাকে।

মেহেরপুরের গাংনীর যুবলীগ কর্মী হান্নান মিয়া। ২০১৮ সালের নভেম্বর মাসে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। সেসময় তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন হান্নান। নাহলে দেয়া হয় ক্রসফায়ারের হুমকি।

হান্নান মিয়ার মতো আরও অনেককেই নাশকতার মামলায় জড়িয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছে গাংনী থানার সেসময়ের ওসি হরেন্দ্রনাথ সরকার। ভুক্তভোগীদের অভিযোগ, তার দাবি না মানলে দেয়া হতো মিথ্যা মামলা।

স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজ বলছে, একজন পুলিশ সদস্যের এমন অপকর্ম দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে।

হরেন্দ্রনাথ সরকার বর্তমানে রাঙ্গামাটির বেতবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে পরিদর্শক পদে কর্মরত আছেন।

সম্প্রতি হরেন্দ্রনাথ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।

এমজে/