সরকার জনগণের টাকা বিদেশে পাচার করছে: রিজভী

সরকার জনগণের টাকা বিদেশে পাচার করছে: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, সরকার তথাকথিত উন্নয়নের নামে লুটপাট করছে। জনগণের টাকা জনস্বার্থে না লাগিয়ে বিদেশে পাচার করছে।

আজ শনিবার দুপুরে গাজীপুরের সালনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী এসব কথা বলেন। এর আগে ওই এলাকার প্রায় এক হাজার হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

রিজভী বলেন, করোনাভাইরাসে নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন; শৈত্যপ্রবাহের কারণে তাদের স্বাভাবিক জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুস্থ মানুষের দুর্ভোগ বেড়ে চরমে। শৈত্যপ্রবাহে গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগছে নিম্ন আয়ের মানুষজন। এসব না দেখে সরকারের মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা অর্থ লুটপাট করছে। একটি গণমাধ্যমে বিদেশে টাকা পাচারের সংবাদ প্রচারের পর চাপ দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। সরকারের মুখোশ খুলে আসল চেহারা বেড়িয়ে যাবে বলেই এ কাজ করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি মেহেদী হাসান এলিস, সহসভাপতি আনোয়ারা বেগম, এমদাদ খান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, গাজীপুর মহানগর বিএনপির সহসাধারণ সম্পাদক কাউন্সিলর তানভীর আহমেদ, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মহানগর যুবদলের সভাপতি জসিম উদ্দিন ভাট, কৃষক দলের মহানগর সভাপতি সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মোস্তাফা আনোয়ার প্রমুখ।