লক্ষ্মীপুরে ২ কাউন্সিলর প্রার্থী আটক

লক্ষ্মীপুরে ২ কাউন্সিলর প্রার্থী আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা রাজু আহম্মদ ও ছাত্রলীগ নেতা কামরুল হাসান ফয়সাল মালকে আটক করা হয়েছে।

বিশৃঙ্খলা এড়াতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রে ভোটাধিকার শুরু হয়। এতে নৌকা প্রতীকের আবুল খায়ের পাটওয়ারী, ধানের শীষের তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্চু, লাঙলের মোহাম্মদ মহসীন ও ইসলামী আন্দোলনের জাকির হোসেন দেওয়ান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি দেখা গেছে।

এছাড়া প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি সরব রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্রে ৩৬ হাজার ৪১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ নির্বাচনে চার মেয়র প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের জানান, বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

এমজে/