শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত ৪

শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত ৪

শেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চাঁদগাও তিনঘরিয়া গ্রামের তাহের আলীর ছেলে সেলিম (২৫), নলজুড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৩০) ও বন্ধ ধারা গ্রামের ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী (২৫)। তারা তিনজনই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।

জানা যায়, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এমজে/

এমজে/