সাজা ভোগের ২৭ বছর পর আসামি নির্দোষ

সাজা ভোগের ২৭ বছর পর আসামি নির্দোষ

ঢাকা, ২১ মার্চ (জাস্ট নিউজ) : অবৈধভাবে ভারত থেকে ৬টি গরু আমদানির অভিযোগের মামলায় ১৯৮৭ সালে যশোরের বিচারিক আদালত আবদুল কাদের ও মফিজুর রহমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। পরে আবদুল কাদের ও মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে তৎকালীন যশোর বিভাগীয় হাইকোর্টে আপিল করেন।

বিভাগীয় হাইকোর্ট বিলুপ্ত হলে ওই আপিল মামলা ঢাকার হাইকোর্টে আসে। তবে, এর মধ্যেই ৫ বছর সাজা খেটে ১৯৯১ সালে বেরিয়ে যান আবদুল কাদের ও মফিজুর রহমান। এদের মধ্যে মফিজুর রহমান ইতোমধ্যে মারা গেছেন। অবশেষে বিচারিক আদালতের রায়ের ৩১ বছর পর হাইকোর্টে সেই আপিলের শুনানি হয় মঙ্গলবার।

বুধবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আবদুল কাদের ও মফিজুর রহমানকে বেকসুর খালাস দেন বিচারপতি কাজী রেজা-উল হক’র একক হাইকোর্ট বেঞ্চ।

আদালতে এ দুজনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর প্যানেলের আইনজীবী কুমার দেবুল দে।
তিনি বলেন, আইনি জটিলতার কারণে এ দুজনের আপিল হাইকোর্টে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেছেন আদালত। সাজা খাটা শেষ হওয়ার ২৭ বছর পর হাইকোর্টের রায়ে দুজনকেই বেকসুর খালাস পেয়েছেন।

(জাস্ট নিউজ/একে/২২৩৭ঘ.)