মির্জাগঞ্জে দিন-দুপুরে স্কুলছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন-মামাকে কুপিয়ে জখম

মির্জাগঞ্জে দিন-দুপুরে স্কুলছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন-মামাকে কুপিয়ে জখম

মির্জাগঞ্জে দিন-দুপুরে মধ্যযুগীয় কায়দায় সারিকা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। বর্তমানে ওই ছাত্রী ও তার মামা আনোয়ার হোসেন টুটুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

উপজেলার অমজিদবাড়ীয়া ইউনিয়নের কুদবারচর গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে তার বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, সারিকা কুদবারচর গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের মেয়ে ও আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। একই এলাকার সোহরাব মোল্লার সঙ্গে সারিকার বাবার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এছাড়াও সোহরাব মোল্লার ছেলে ইমরান মোল্লা সারিকাকে পথে-ঘাটে উত্ত্যক্ত করতো। ঘটনার দিন সকালে সারিকার মামা ঢাকা থেকে তাদের বাড়ি এসে এসব ঘটনার প্রতিবাদ করলে সোহরাব মোল্লা ও মুছা ফকির তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। সারিকা বাধা দিলে ইমরান ও সজিব তাকে বিবস্ত্র করে অমানুষিকভাবে পিটাতে থাকে।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে যথাযয়থ ব্যবস্থা নেয়া হবে।

এমজে/