তালা ভে‌ঙে ৮টি হ‌লে প্রবেশ কর‌ছে জা‌বি শিক্ষার্থীরা

তালা ভে‌ঙে ৮টি হ‌লে প্রবেশ কর‌ছে জা‌বি শিক্ষার্থীরা

শিক্ষার্থী‌দের ওপর স্থানীয় লোকজন‌দের হামলার প্র‌তিবাদ ও নিরাপত্তার জন্য তালা ভে‌ঙে হ‌লে প্রবেশ ক‌রে‌ছে জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের (জাবি) ছাত্রছাত্রীরা।

ই‌তিম‌ধ্যে ফ‌জিলাতু‌ন্নেসা হল, আল‌-বেরু‌নি হল,‌ শেখ হা‌সিনা হল, খা‌লেদা জিয়া হল, নওয়াব ফয়জু‌ন্নেসা হ‌ল, জাহানারা ইমাম হল, প্রী‌তলতা হল ও সু‌ফিয়া কামাল হ‌লসহ ৮টি হ‌লের তালা ভে‌ঙ্গে ভেত‌রে প্র‌বেশ করে‌ছে শিক্ষার্থীরা।

এদিকে, ভিসি ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো না খোলা হলে তারা কঠোর আন্দোলনের দিকে যাবেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় অবস্থানরত জা‌বি শিক্ষকর্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এক সপ্তাহ আগের ক্রি‌কেট খেলা‌কে কেন্দ্র ক‌রে শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে এ হামলা চালা‌নো হয়। এতে জাহাঙ্গীরনগ‌র বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়।

জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী মস‌জি‌দের মাইকে ঘোষণা দিয়ে জ‌ড়ো হয়, এ সময় মাইকে বল‌তে শুনা যায়, এলাকায় হামলা হ‌চ্ছে, আপনারা যার যা আছে তা নি‌য়ে নি‌জে‌দের জীবন বাঁচাতে বের হন। এরপরই রাস্তার লাইট বন্ধ ক‌রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত পাঁচজন‌কে জা‌বি মে‌ডিক্যা‌ল সেন্টা‌রে ভ‌র্তি করা‌নো হয়।

গেরুয়ায় আনেক শিক্ষার্থী মেস নি‌য়ে থা‌কে, তারা আজ থে‌কে নিরাপত্তাহীনতায় ভুগ‌বে। এজন্য তারা শুক্রবারেই হল খু‌লে দেয়ার দা‌বি জানায়।

এমজে/