মাস্ক পরা নিশ্চিতে মাঠে পুলিশ

মাস্ক পরা নিশ্চিতে মাঠে পুলিশ

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সচেতনতামূলক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

রবিবার সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ১৩টি থানায় একযোগে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম প্রমুখ ছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এখন সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

পরে পুলিশ সুপার শহরের গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালে মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি বাসযাত্রী, পরিবহন শ্রমিক-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এমজে/