লকডাউনে বন্ধ থাকবে ট্রেন

লকডাউনে বন্ধ থাকবে ট্রেন

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন। তবে এই সময়ে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর এমন ঘোষণা আসবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, লকডাউনে সরকারের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায়। আর লকডাউনে সাধারণত গণপরিবহন বন্ধ থাকে। করোনায় গণপরিবহন হিসেবে রেল যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখবে। এছাড়া শুধু মালবাহী ট্রেন চলবে।

তিনি আরও বলেন, আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সন্ধ্যার সময় বিস্তারিত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে কীভাবে পরিবহন চলবে সে বিষয়েও বিস্তারিত থাকবে। তখন সবগুলো প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব টিকিট অগ্রিম বিক্রি হয়েছে তার টাকা ফেরত দেওয়া হবে।

তবে রেলের অতিরিক্ত মহাপরিচালক (পারেশন) সরদার সাহাদাত আলী বলেন, এখন রেল বন্ধ করার কোনও সিদ্ধান্ত হয়নি। সরকার থেকে নির্দেশনা পাওয়া পর আমরা সিদ্ধান্ত নেব।

এমজে/