অপহরণ-চাঁদাবাজির অভিযোগে চার র‍্যাব সদস্য গ্রেপ্তার

অপহরণ-চাঁদাবাজির অভিযোগে চার র‍্যাব সদস্য গ্রেপ্তার

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‍্যাব) চার সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাদেরকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব কর্মকর্তা বলেন, ‘অপরহণ ও চাঁদাবাজির অভিযোগে এক ভুক্তভোগী মামলা করেছেন হাতিরঝিল থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’

পরিচালক বলেন, ‘বিকেল ৩টার দিকে আমি গ্রেপ্তারের খবর জানতে পারি। ওই চারজনকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের পরিচয় নিশ্চিত হয়েছি। তারা সবাই ঢাকার ভেতরে কর্মরত ছিলেন। শুনেছি, অভিযোগকারী মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকি দুজন কারা তা আমরা জানার চেষ্টা করছি। তারা যদি র‍্যাবের সদস্য হয়, তাহলে তাদেরও শাস্তি পেতে হবে।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘আমরা তাদের অপরাধের অনুসন্ধান করতে একটি তদন্ত কমিটি গঠন করব। তারপর পুরো অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারকৃত চারজন এখন আমাদের হেফাজতে রয়েছে এবং থাকবে।’

এ ব্যাপারে তেজগাঁও বিভাগের উপকিমিশনার (ডিসি) ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কল করা হলেও তারা তা ধরেননি।