করোনার দ্বিতীয় পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা সংগ্রহ

করোনার দ্বিতীয় পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা সংগ্রহ

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন কি না তা জানান জন্য দ্বিতীয়বারের মতো নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ শনিবার দুপুর ২টায় ল্যাবএইডের টেকনোলজিস্ট সবুজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসা থেকে তাঁর নমুনা সংগ্রহ করেন।

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ এপ্রিল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তখন থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তাঁর বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

চিকিৎসকদের পক্ষ থেকে নিয়মিতই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করা হয়। এতে বলা হয়, তাঁর ফুসফুসে সামান্য সংক্রমণ রয়েছে। তবে সেটি ভয়ানক কিছু নয়। এ ছাড়া অন্য সবদিক দিয়ে তিনি ভাল আছেন ও স্বাভাবিক রয়েছেন। প্রথমদিকে একটু জ্বর এলেও পরে সেটি আর দেখা যায়নি।