হেফাজত নেতা মুফতি হারুন ইজহার আটক

হেফাজত নেতা মুফতি হারুন ইজহার আটক

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করেছে আইন-শৃংখলাবাহিনী।

হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের লালখান মাদ্রাসায় আইন-শৃংখলাবাহিনীর একটি দল ঢুকে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ১৬টি গাড়ি লালখান মাদ্রাসায় ঢোকে। এর কিছুক্ষণ পর হারুন ইজহারকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এর আগে ২০১৩ সালের ১০ জুলাই চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন তিনি কারাগারে থাকার পর তিনি মুক্তি পেয়েছিলেন।

এমজে/