ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ার্কশপে, ৩ যুবক নিহত

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ার্কশপে, ৩ যুবক নিহত

সিলেটে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ওয়ার্কশপে ঢুকে পড়ে। এ সময় ট্রাকচাপায় তিন যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন।

রবিবার দিনগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত রাস্তার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ওয়ার্কশপে ঢুকে পড়লে প্রাণহানির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলার সোহেল আহমদ (৩৫), কানাইঘাট উপজেলার গাছবাড়ী নয়াগ্রামের হাফিজ সুলতান আহমদ (২৮) ও আশিক আহমদ (২৬)৷

জৈন্তাপুর মডেল থানার ওসি দস্তগীর আহমেদ জানান, দরবস্ত রাস্তার প্রবেশমুখে একটি ওয়ার্কশপে গাড়ি মেরামতের কাজ চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক ওয়ার্কশপের ভেতর ঢুকে পড়ে।

এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন যুবক মারা যান। আহত হন আরও দুজন।

খবর পেয়ে পুলিশ ও দমকর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার সকাল সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হন।

এমজে/