স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহতের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহতের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহতের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামকে কমিটির প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

সোমবার সকাল ৭টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটের বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমজে/