কাতারে অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত আরিফ

কাতারে অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত আরিফ

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন আহমেদ আরিফ।দীর্ঘ ২৩ দিন করোনার সাথে যুদ্ধ করে দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে ইন্তেকাল করেন আহমেদ আরিফ।

মৃত্যুকালে স্ত্রী ৩ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। তাছাড়া তিনি কাতার বিএনপির সাবেক উপদেষ্টা ও সিলেট জেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা ছিলেন তাছাড়া কাতারে দীর্ঘ সময় ধরে স্বপরিবারে বসবাস করতেন তিনি।

মঙ্গলবার বাদ আসর নামাজের পর আবু হামুর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত দল মত নির্বিশেষে সবার উপস্থিতিতে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।