ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ঢাকার সিদ্ধান্তকে স্বাগত জানালো তেল আবিব

ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ঢাকার সিদ্ধান্তকে স্বাগত জানালো তেল আবিব

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল। বিষয়টি নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইলি দূত এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাদ কোহেন।

বিষয়টিকে 'সুখবর' উল্লেখ করে ২২ মে এক টুইটে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেনঃ

"সুখবর! বাংলাদেশ ইসরাইলে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। এটি স্বাগত জানাবার মতো একটি পদক্ষেপ।"

ওই টুইটে কোহেন বাংলাদেশ সরকারকে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও আহবান জানান। তিনি লিখেছেনঃ

"আমি বাংলাদেশ সরকারকে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই যাতে আমাদের উভয় দেশের জনগণ তা থেকে সুবিধাপ্রাপ্ত হয় এবং সমৃদ্ধি অর্জন করতে পারে।"

এমজে/